সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ১৩ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত ৯৬৯ ট্রাকে ৩৫ হাজার ৪৩ টন চাল আমদানি হয়েছে, যার মূল্য প্রায় ৩২ কোটি টাকা।
দীর্ঘ দুই বছর পর এই বন্দর দিয়ে চাল আমদানি শুরু হওয়ায় ব্যবসায়ীরা আশা করছেন যে এতে দেশের চালের বাজারে দাম কমবে। তবে, স্থানীয় ব্যবসায়ীরা জানান, এখনো এই আমদানির প্রভাব সাতক্ষীরার চাল বাজারে পড়েনি।
ভোমরা শুল্ক স্টেশন রাজস্ব কর্মকর্তা মো. শফিউল বসর জানান, চাল আমদানির কারণে এখানে কোন রাজস্ব আদায় হয়নি কারণ সরকার চালের ওপর ডিউটি মুক্ত সুবিধা দিয়েছে।
তবে, ব্যবসায়ী কামাল হোসেন জানিয়েছেন, কিছুদিন আগেও আমদানির প্রভাব বাজারে পড়েনি, এবং চালের দাম স্থিতিশীল রয়েছে। সাতক্ষীরার বড় বাজারের চাল ব্যবসায়ীরা জানিয়েছেন, ভারতীয় চালের আমদানির পরও দেশি চালের দাম কমেনি।
কৃষি বিপণন কর্মকর্তা সালেহ্ মোহাম্মদ আব্দুল্লাহ আশা করছেন, শিগগিরই চালের বাজারে দাম কমে আসবে।