ঢাকা , বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ , ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশবাসীর কাছে বিচার চাইলেন সিটি কলেজ অধ্যক্ষ ঝটিকা মিছিল: নিষিদ্ধ ছাত্রলীগ সদস্যসহ গ্রেফতার ১০ মাদক বন্ধে অ্যাকশন না নিলে চাকরি থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা স্বায়ত্তশাসনের দাবিতে পরমাণু শক্তি কমিশনের সংবাদ সম্মেলন ঢাকায় শ্রমিক সমাবেশ করবে বিএনপি হাইড্রোজেনভিত্তিক বোমার সফল পরীক্ষা চালিয়েছে চীন মহানবীকে কটূক্তি করায় তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ বিনামূল্যে ডেঙ্গুর পরীক্ষা হবে ডিএনসিসির সব নগর স্বাস্থ্য ও মাতৃসদন কেন্দ্রে এবার মালদ্বীপে তুরস্কের যুদ্ধজাহাজ, শঙ্কিত ভারত বাংলাদেশ থেকে সেনাসদস্য নেবে কাতার: প্রেস সচিব সিটি কলেজ দুই দিন বন্ধ ঘোষণা দোহায় বিশ্বব্যাপী শান্তি ছড়ানোর বার্তা দিলেন ড. ইউনূস ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মামলা ভ্যাটিকানের উন্মুক্ত প্রাঙ্গণে আগামী শনিবার পোপ ফ্রান্সিসের শেষকৃত্য তরুণদের গবেষণায় আগ্রহী করছে ‘ইয়াং রিসার্চার ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ ডিবি হেফাজতে সাগর-রুনি হত্যা মামলার নথি পুড়ে যাওয়ার তথ্য সঠিক নয়: ডিএমপির দাবি পারভেজ হত্যা: ইউনিভার্সিটি অব স্কলার্সের ২ ছাত্রী সাময়িক বহিষ্কার যুক্তরাষ্ট্রের সাবেক সিনেটরের স্ত্রীর বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ বেসামরিক স্থাপনায় হামলা বন্ধে রাশিয়ার স্পষ্ট জবাব চাইলেন জেলেনস্কি সাগর-রুনি হত্যা মামলা তদন্তে আরো ছয় মাস সময় দিলেন হাইকোর্ট

ঢাবি ছাত্রলীগ নেত্রী গ্রেফতার, পুলিশ হেফাজতে আরও দুই নারী

  • আপলোড সময় : ১৫-১২-২০২৪ ১২:১৩:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১২-২০২৪ ১২:১৩:৫৭ অপরাহ্ন
ঢাবি ছাত্রলীগ নেত্রী গ্রেফতার, পুলিশ হেফাজতে আরও দুই নারী
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শামসুন্নাহার হল শাখার সাবেক সহ-সভাপতি নিশিতা ইকবাল নদীকে গ্রেফতার করা হয়েছে। তাকে গ্রেফতার করা হয় সুনির্দিষ্ট অভিযোগ এবং তথ্যের ভিত্তিতে। 

ঢাবি শামসুন্নাহার হল শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নিশিতা ইকবাল নদী শুক্রবার ধানমন্ডি এলাকায় ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলে নেতৃত্ব দেন। এ ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, যা নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার রেজাউল মল্লিক।

এদিকে, গত শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় ধানমন্ডি-৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে যাওয়ার চেষ্টা করেন দুই নারী। তারা নিরাপত্তা বেষ্টনি পার করে ভেতরে প্রবেশ করার চেষ্টা করলে স্থানীয় জনতার সাথে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। পরে জনতা তাদের পুলিশে হস্তান্তর করে। এই দুই নারীর মধ্যে একজন ছিলেন নারী মডেল ও চিত্রনায়িকা মিষ্টি সুভাষ, এবং অন্যজন নিলুফার ইয়াসমিন। মিষ্টি সুভাষ এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটার ঘটনায় এক বিতর্কে জড়িয়ে পড়েছিলেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল।

রবিবার এ বিষয়ে রমনা বিভাগের এডিসি ইলিয়াস কবীর গণমাধ্যমকে বলেন, নিষিদ্ধ ছাত্র সংগঠনের কোনো সদস্য যদি মিছিল বা কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে, তবে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে। 

তিনি আরও জানান, এই ঝটিকা মিছিলে যারা অংশ নিয়েছিলেন, তাদের গ্রেফতার করার প্রক্রিয়া চলমান রয়েছে এবং পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এ ঘটনায় নিরাপত্তা বাহিনী এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এমন কার্যকলাপের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং ছাত্রলীগের কেউ যদি আবার এমন পরিস্থিতি তৈরি করতে চায়, তবে তারা পুলিশের নজরদারির মধ্যে থাকবে।

কমেন্ট বক্স
দেশবাসীর কাছে বিচার চাইলেন সিটি কলেজ অধ্যক্ষ

দেশবাসীর কাছে বিচার চাইলেন সিটি কলেজ অধ্যক্ষ