নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শামসুন্নাহার হল শাখার সাবেক সহ-সভাপতি নিশিতা ইকবাল নদীকে গ্রেফতার করা হয়েছে। তাকে গ্রেফতার করা হয় সুনির্দিষ্ট অভিযোগ এবং তথ্যের ভিত্তিতে।
ঢাবি শামসুন্নাহার হল শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নিশিতা ইকবাল নদী শুক্রবার ধানমন্ডি এলাকায় ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলে নেতৃত্ব দেন। এ ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, যা নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার রেজাউল মল্লিক।
এদিকে, গত শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় ধানমন্ডি-৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে যাওয়ার চেষ্টা করেন দুই নারী। তারা নিরাপত্তা বেষ্টনি পার করে ভেতরে প্রবেশ করার চেষ্টা করলে স্থানীয় জনতার সাথে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। পরে জনতা তাদের পুলিশে হস্তান্তর করে। এই দুই নারীর মধ্যে একজন ছিলেন নারী মডেল ও চিত্রনায়িকা মিষ্টি সুভাষ, এবং অন্যজন নিলুফার ইয়াসমিন। মিষ্টি সুভাষ এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটার ঘটনায় এক বিতর্কে জড়িয়ে পড়েছিলেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল।
রবিবার এ বিষয়ে রমনা বিভাগের এডিসি ইলিয়াস কবীর গণমাধ্যমকে বলেন, নিষিদ্ধ ছাত্র সংগঠনের কোনো সদস্য যদি মিছিল বা কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে, তবে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে।
তিনি আরও জানান, এই ঝটিকা মিছিলে যারা অংশ নিয়েছিলেন, তাদের গ্রেফতার করার প্রক্রিয়া চলমান রয়েছে এবং পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় নিরাপত্তা বাহিনী এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এমন কার্যকলাপের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং ছাত্রলীগের কেউ যদি আবার এমন পরিস্থিতি তৈরি করতে চায়, তবে তারা পুলিশের নজরদারির মধ্যে থাকবে।
Mytv Online