মুন্সিগঞ্জের ১৮ কিশোর-তরুণ টানা ৪০ দিন ফজরের নামাজ জামাতে আদায় করে পুরস্কৃত হয়েছেন। তাদের মধ্যে সাইকেল, ইলেকট্রিক চুলা, ডিনারসেটসহ বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়। এই ব্যতিক্রমী উদ্যোগের পুরস্কার বিতরণ অনুষ্ঠান ১৩ ডিসেম্বর শুক্রবার মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ভট্টাচার্য্যরে ভাগ এলাকায় অনুষ্ঠিত হয়।
স্থানীয় দারুল উলুম বি-বাগ কওমি মাদ্রাসা ও জামে মসজিদের যৌথ উদ্যোগে এই কার্যক্রমটি পরিচালিত হয়। তারা পঞ্চম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে টানা ৪০ দিন ফজরের জামাতে নামাজ আদায় করার জন্য পুরস্কারের ঘোষণা দিয়েছিল। এ উদ্যোগের মূল লক্ষ্য ছিল মাদক, সন্ত্রাস এবং দুর্নীতিমুক্ত একটি সমাজ গঠন করা, পাশাপাশি তরুণ প্রজন্মকে নামাজের প্রতি অনুপ্রাণিত করা।
এ ঘোষণা দেওয়ার পর থেকে অনেক কিশোর-তরুণ মসজিদে গিয়ে নামাজ পড়তে শুরু করেন, এবং শেষ পর্যন্ত ১৮ জন কিশোর-তরুণ ৪০ দিন ফজরের নামাজ জামাতে আদায় করতে সক্ষম হন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতার আয়োজনও করা হয়। কুইজে সেরা নম্বরপ্রাপ্ত চারজনকে সাইকেল, ছয়জনকে ইলেকট্রিক চুলা এবং বাকি আটজনকে ডিনারসেট প্রদান করা হয়।
নামাজ আদায়কারী কিশোর-তরুণ এবং তাদের অভিভাবকরা জানিয়েছেন, তাদের মূল উদ্দেশ্য ছিল মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন, এবং তারা পুরস্কার পাওয়ার চেয়ে বেশি আনন্দিত যে এই উদ্যোগ তাদের জীবনকে ইতিবাচকভাবে প্রভাবিত করেছে। স্থানীয়রা আশা করছেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও এলাকার মধ্যে ইতিবাচক পরিবর্তন আনবে।
Mytv Online