বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, রোহিঙ্গা সংকট সমাধানে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা সহায়তা করবেন। তিনি রোববার (১৫ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা কার্যালয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে এই কথা বলেন।
ড. ইউনূস জানান, পূর্ব তিমুর কিছুদিনের মধ্যে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট, অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস (আসিয়ান)-এর সদস্য হবে। এ বিষয়ে রোহিঙ্গা সংকট সমাধানে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট সহায়তা করবেন।
শনিবার (১৪ ডিসেম্বর) রাতে চার দিনের সফরে ঢাকায় আসেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট। ঢাকার বিমানবন্দরে তাকে স্বাগত জানান ড. মুহাম্মদ ইউনূস। পরে পূর্ব তিমুর এবং বাংলাদেশের মধ্যে একটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। এর মধ্যে রয়েছে ডিপ্লোম্যাটিক ও অফিশিয়াল পাসপোর্ট হোল্ডারদের মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি এবং দ্বিপাক্ষিক পরামর্শ সংক্রান্ত সমঝোতা স্মারক।