MYTV Live

ঈদুল ফিতর উপলক্ষে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা আফগান তালেবানের

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আফগানিস্তানের সশস্ত্র গোষ্ঠী তালেবান তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছে।

সোমবার তালেবান আফগানিস্তানজুড়ে এ যুদ্ধবিরতি ঘোষণা করে। এ নিয়ে তালেবান একটি বিবৃতি দিয়েছে।

তালেবানের বিবৃতিতে বলা হয়, ঈদের প্রথম থেকে তৃতীয় দিন পর্যন্ত তারা দেশের কোথাও কোনো আক্রমণ চালাবে না।

তবে এই তিন দিনে তাদের ওপর কোনো আক্রমণ করা হলে আত্মরক্ষার্থে পাল্টা জবাব দেওয়া হবে বলে জানানো হয়।

রমজানে এক মাস সিয়াম সাধনার পর মুসলিমরা ঈদুল ফিতর উৎসব উদযাপন করেন। গত বছরও তালেবান মুসলিমদের উৎসব উপলক্ষে যুদ্ধবিরতি ঘোষণা করেছিল।

শান্তি আলোচনার প্রধান সমঝোতাকারী আবদুল্লাহ আবদুল্লাহর মুখপাত্র তালেবানের এই যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। আফগান সরকারও শিগগির একই ধরনের যুদ্ধবিরতি ঘোষণা করবে বলে জানানো হয়েছে।

এই ঘোষণা এমন এক সময়ে এলো যখন দুই দিন আগে দেশটির শিয়া অধ্যুষিত অঞ্চলে একটি গার্লস স্কুলের কাছে বোমা হামলায় প্রায় ৬০ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই ছিলেন স্কুলছাত্রী।

এই হামলার জন্য তালেবানকে দায়ী করেছে আফগান সরকার। তবে হামলার দায় অস্বীকার করেছে তালেবান।

এদিকে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তালেবানের যুদ্ধবিরতির ঘোষণা আসার কয়েক ঘণ্টা আগেই জাবুল প্রদেশে একটি বাসে বোমা বিস্ফোরণে ১১ জন নিহত হয়েছেন।

মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান বলেছেন, এই হামলায় অন্তত ২৮ জন আহত হয়েছেন।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,802FollowersFollow
20,900SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles