মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর উপজেলার পুখরিয়া নামক স্থানে যাত্রীবাহী বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোলড়া গ্রামের সোহেল রানা (২৫) ও মাগুরার নূরে আলম (৩৫)।
হাইওয়ে পুলিশের পরিদর্শক মোহাম্মদ রিয়াদ হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘নিহত সোহেল তার ভাড়ায়চালিত মোটরসাইকেলে নুর আলম ঈদ করতে বাড়ি যাচ্ছিলেন। মহাসড়কের পুখরিয়া নামকস্থানে বিপরীত দিকে থেকে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী নূরে আলম ও চালক সোহেল রানা। দুর্ঘটনার পরে ঘাতকবাসটি নিয়ে চালক পালিয়ে যান।’
তিনি আরও জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়েছে।