চট্টগ্রামের বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।
সোমবার বেলা ১টার দিকে উপজেলার পুকুরিযা এলাকায় সিমেন্টবোঝাই ট্রাকের সঙ্গে চকরিয়াগামী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ফলে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকের সঙ্গে একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত ও ২ জন আহত হন।
নিহতদের মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ। তাৎক্ষণিকভাবে নিহত ৩ জন ও আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।