ফাইজার ও বায়োএনটেকের করোনার টিকা ১২ থেকে ১৫ বছর বয়সীদের দেওয়ার জরুরি অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)।
সোমবার অনুমোদনের সংবাদ জানিয়ে এফডিএর ভারপ্রাপ্ত কমিশনার জেনেট উডকক বলেছেন, অল্পবয়স্কদের জন্য টিকার অনুমোদন দেওয়ার ঘটনা করোনা মহামারি মোকাবিলায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
কোভিড-১৯ সংক্রমণ নিয়ন্ত্রণে ১২ থেকে ১৫ বছর বয়সীদের মধ্যে ফাইজারের টিকা শতভাগ কার্যকর বলে জানানো হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের জনসংখ্যার ২০ শতাংশ অপ্রাপ্তবয়স্ক। এ জনগোষ্ঠীকে টিকার আওতার বাইরে রেখে করোনাভাইরাসের সংক্রমণ সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা নিয়ে সন্দেহ বিরাজ করছিল।
সাম্প্রতিক জরিপে দেখা গেছে, অল্প বয়সের লোকজনের মাধ্যমেই এখন সংক্রমণের বেশি ঘটনা ঘটছে। ১২ থেকে ১৫ বছর বয়সীদের জন্য টিকা অনুমোদনের ফলে স্কুলগামী শিক্ষার্থীরা টিকা গ্রহণ করতে পারবে।
ফাইজারের টিকাটি দুই ডোজের। একটি নেওয়ার পর তিন সপ্তাহের মাথায় দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ কমে আসছে। দেশটিতে ব্যাপক হারে টিকা দেওয়া হচ্ছে।
স্বাস্থ্যসেবীরা বলছেন, টিকা গ্রহীতাদের মধ্যে রূপান্তরিত ভাইরাসের সংক্রমণ ঝুঁকিও কম।