রাশিয়ার কাজান শহরে একটি স্কুলে বন্ধুকধারীর এলোপাথাড়ি গুলিতে ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে একজন শিক্ষক রয়েছেন। বাকিরা সবাই শিক্ষার্থী।
মঙ্গলবার মস্কো থেকে ৮২০ কিলোমিটার পূর্বে এ ঘটনা ঘটে।
সংবাদ সংস্থা তাসের বরাতে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, একজন বন্দুকধারী স্কুলের ভবনের ভেতরে অবস্থান করছিলেন।
গুলিতে তিনিও নিহত হয়েছেন।
প্রাথমিক খবরে জানা যায়, ওই স্কুলটিতে দুই ব্যক্তি গুলি চালান। ১৭ বছরের এক কিশোরকে আটক করা হয়েছে।
উদ্ধারকারী দল বলছে, তাঁরা বিস্ফোরণের শব্দ শুনেছেন। মুসলিম রিপাবলিক অফ তাতারস্তানের একটি শহর কাজান।
তবে হামলার কারণে সম্পর্কে এখনো সঠিক তথ্য জানা যায়নি।