MYTV Live

ঈদের ছুটি শেষে সচল হলো হিলি ও সোনাহাট স্থলবন্দর, আমদানি-রপ্তানি শুরু

ঈদুল ফিতর উপলক্ষে টানা তিন দিনের ছুটি শেষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।

রবিবার সকাল ১১টায় ভারত থেকে পণ্যবোঝাই একটি ট্রাক বন্দরের প্রবেশের মধ্যে দিয়ে দু’দেশের মধ্যে বাণিজ্য কার্যক্রম শুরু হয়।

হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোশিয়েশনের সভাপতি আব্দুল আজিজ জানান, মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে টানা তিন আমদানি-রপ্তানি বন্ধ থাকার পর রোববার থেকে আবারো আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

এদিকে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ছয়দিনের ছুটি শেষে রোববার থেকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় অবস্থিত সোনাহাট স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু হয়েছে। গত ১০ মে থেকে ১৫ মে পর্যন্ত এই স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ছিল।

সোনাহাট স্থলবন্দর কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সরকার রকীব আহমেদ জুয়েল জানান, রোববার ভারতের আসাম রাজ্যের ধুবড়ি জেলাধীন গোলকগঞ্জ স্থলবন্দর দিয়ে ২০টি পাথরবাহী ট্রাক সোনাহাট স্থলবন্দরে এসেছে। তবে এখান থেকে কোনো মালামাল রফতানি হয়নি।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,878FollowersFollow
21,200SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles