MYTV Live

জুলাইয়ে পাকিস্তানের ওয়েস্ট ইন্ডিজ সফর চূড়ান্ত

আগামী জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর করবে পাকিস্তান ক্রিকেট দল। সেখানে ২১ জুলাই থেকে ২৪ আগস্টের মধ্যে দুটি টেস্ট এবং পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে সফরকারিরা। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে সফরের বিষয়টি নিশ্চিত করেন।

এক বিবৃতিতে পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান জানান, ‘ইংল্যান্ডের মাটিতে আসন্ন সীমিত ওভারের সিরিজ শেষ করেই ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে পাকিস্তান দল। যেখানে একটি টেস্টের পরিবর্তে বাড়তি দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তাদের দল।

ওয়াসিম খান বলেছেন, ‘মূলত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখেই আমরা ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আলাপ করে একটি টেস্টের বদলে দুটি বাড়তি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

পিসিবির প্রধান নির্বাহী আর জানান, আগামী আট মাস ভীষণ ব্যস্ত সময় কাটাবে পাকিস্তান ক্রিকেট দল। ঘরের বাইরে তারা খেলবে ইংল্যান্ড, আফগানিস্তান এবং বাংলাদেশের বিপক্ষে। ভারতে আছে টি-টোয়েন্টি বিশ্বকাপও।

এছাড়া স্বাগতিক হিসেবে নিউজিল্যান্ড, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়ার বিপক্ষেও সিরিজ খেলার কথা রয়েছে পাকিস্তানের।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,802FollowersFollow
20,900SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles