কম্বোডিয়ার রাজধানী নমপেনে ২টি পৃথক স্থানে অভিযান চালিয়ে দুই চীনা নাগরিককে ৭০ কেজি মাদকসহ গ্রেফতার করেছে দেশটির পুলিশ। ওইসব মাদকদ্রব্য তারা ভিয়েতনামে পাচারের চেষ্টা করছিলেন।
গত সপ্তাহে নমপেনেতে মাদকবিরোধী বিভাগের কর্মকর্তারা এবং নমপেন পুলিশের কর্মকর্তারা এই অভিযান পরিচালনা করেন।
পুলিশ তাদের কাছ থেকে ৫২ হাজার ৭৬৮ পিস মাদক ট্যাবলেট, ৪৯ কেজি হেরোইন এবং ১২ কেজি অন্য মাদক উদ্ধার করে।
পুলিশ বলছে, ভিয়েতনামে চলে যেত এসব মাদক। গণপরিবহন ব্যবহার করে মাদকপাচারের চেষ্টা করেছিল চীনা ওই দুই ব্যক্তি।
পুলিশ আরো জানিয়েছে, একসঙ্গে এত পরিমাণ মাদক উদ্ধারের ঘটনা সে দেশে নতুন রেকর্ড। এর আগে সে দেশে সর্বোচ্চ ৫০ কেজি মাদক একসঙ্গে জব্দ হয়েছে।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আটক একজনের বয়স ৪০ বছর এবং অন্যজনের বয়স ৫৮ বছর। মাদক মামলায় তাদের যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার শঙ্কা রয়েছে।
এ বিষয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে কম্বোডিয়া পুলিশ।