করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির পেক্ষাপটে কক্সবাজারে রোহিঙ্গাদের পাঁচটি ক্যাম্পে ‘লকডাউন’ শুরু হয়েছে।
শুক্রবার সকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উখিয়া ও টেকনাফের এই রোহিঙ্গা ক্যাম্পগুলোতে এই লকডাউন বহাল থাকবে। ‘লকড ডাউন’ ঘোষণা করা ক্যাম্পগুলো হল- উখিয়ার ২- ডব্লিউ, ৩, ৪, ১৫ এবং টেকনাফের ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্প।
অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামছু-দৌজা নয়ন এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ক্যাম্পে লকডাউনের বিধিনিষেধ কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে। লকডাউন চলাকালে ক্যাম্পগুলোর বাসিন্দারা নিজেদের ক্যাম্পের বাইরে যাতায়ত করতে পারবেন না। চিকিৎসা ও খাদ্যসহ জরুরি প্রয়োজন ছাড়া সব ধরনের চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়েছে।
সংশ্লিষ্টদের দেওয়া তথ্য মতে, কক্সবাজারের উখিয়া ও টেকনাফে ৩৪টি রোহিঙ্গা ক্যাম্প রয়েছে। এর মধ্যে উখিয়ার ৪টি এবং টেকনাফের ১টি রোহিঙ্গা ক্যাম্পে লকডাউন ঘোষণা করেছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়।
রোহিঙ্গা ক্যাম্পগুলোতে গত বুধবার পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৮৬৩ জন। এদের মধ্যে মারা গেছেন ১৩ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে ৪১ হাজার ৪৭৭ জনের। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৬৩৯ জন রোহিঙ্গা। এখনো আইসোলেশনে রয়েছে ২১১ জন।