MYTV Live

জামিনে মুক্ত হলেন সাংবাদিক রোজিনা

জামিনে মুক্ত হলেন সাংবাদিক রোজিনা ইসলাম। রোববার বিকেল সোয়া ৪টার গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগার থেকে মুক্তি পান তিনি। তাকে একটি ব্যক্তিগত গাড়িতে ঢাকায় আনা হচ্ছে।

এর আগে রবিবার সকালে অফিসিয়াল সিক্রেটস আইনে করা মামলায় দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে পাঁচ হাজার টাকা মুচলেকা এবং পাসপোর্ট জমা দেওয়ার শর্তে জামিন আবেদন মঞ্জুর করেন ভার্চুয়াল আদালত।

কারাগার থেকে বের হয়ে রোজিনা সাংবাদিকদের বলেন, ‘আমি সংবাদিকতা চালিয়ে যাব। দেশবাসী ও সাংবাদিক সমাজের কাছে আমি কৃতজ্ঞ।’

বিচারক রোজিনার জামিন আদেশে বলেন, ‌‘পাঁচ হাজার টাকা মুচলেকায় তার অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করা হলো। এ ছাড়া তাকে পাসপোর্ট জমা দিতে হবে।’

গত সোমবার বিকেলে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন সাংবাদিক রোজিনা ইসলাম। তাকে এদিন ছয় ঘণ্টা আটকে রেখে রাত সাড়ে ৮টার দিকে সচিবালয় থেকে পুলিশি পাহারায় শাহবাগ থানায় নেওয়া হয়। ওইদিন রাতেই রোজিনা ইসলামের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি মামলা করা হয়। দণ্ডবিধি ৩৯৭ এবং ৪১১ অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট ১৯২৩ এর ৩/৫ এর ধারায় এ মামলা করেন স্বাস্থ্যসেবা বিভাগের উপ-সচিব শিব্বির আহমেদ ওসমানী।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,868FollowersFollow
21,200SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles