মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর সোমবার প্রথমবারের মতো আদালতে হাজির করা হলো দেশটির বেসামরিক নেত্রী অং সান সু চিকে।
সোমবার আদালতে মামলার শুনানির জন্য নেওয়া হয় সু চিকে। সু চির আইনজীবী থায়ে মং মং বলেন, সু চি সুস্থ আছেন। শুনানির আগে আইনজীবীদের সঙ্গে তিনি প্রায় আধঘণ্টা বৈঠক করেন।
গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন সু চি। এরপর থেকেই তাঁকে আর জনসম্মুখে দেখা যায়নি। সু চির বিরুদ্ধে রাষ্ট্রের গোপন আইন ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।
গত নভেম্বরে সু চির বিরুদ্ধে নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। সেনা অভ্যুত্থানের পর আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়া প্রথম সাক্ষাৎকারে জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং জানান, সুচি সুস্থ আছেন।
সেনা অভ্যুত্থানের পর গৃহবন্দি সু চিকে এর আগে প্রকাশ্যে দেখা যায়নি। প্রায় চার মাস পর সোমবারই প্রথমবারের মতো সশরীরে আদালতে হাজির করা হয় সু চিকে। এর আগে মাত্র একবার ভিডিও লিংকের মাধ্যমে তাকে আদালতে উপস্থাপন করা হয়েছিল। তখন তার আইনজীবীদের সঙ্গেও সরাসরি কথা বলতে দেওয়া হয়নি।