MYTV Live

ওড়িশায় ইয়াসের প্রভাবে ২ জনের মৃত্যু

ভারতের ওড়িশায় শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে অন্তত দুজনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

ওড়িশার কেওনঝড় জেলার পঞ্চপল্লী গ্রামে গাছের নিচে চাপা পড়ে একজন মারা গেছেন। স্থানীয় এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

এছাড়া রাজ্যের ময়ূরভঞ্জ জেলার জগন্নাথ খুন্তা গ্রামের একটি পুকুর থেকে ১৫ বছর বয়সী এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী।

ওড়িশায় বুধবার সকালে আঘাত হানে ইয়াস। এসময় ১৪০ কিলোমিটার বেগে ঝড় আছড়ে পড়ে সেখানে। ভারতের আবহাওয়া বিভাগ ‘ইয়াসকে অতি মারাত্মক ঝড়’ হিসেবে অভিহিত করে।

টেলিভিশন প্রতিবেদনে বলা হয়, ওড়িশার সাগর ভীষণ উত্তাল, প্রবল বাতাস বইছে এবং বৃষ্টি হচ্ছে। দেশটির আবহাওয়া বিভাগের মহাপরিচালক বলেন, ‘সকাল ৯টার দিকে স্থলভাগে আঘাত হানে ইয়াস। এটি তিন-চার ঘণ্টা ধরে চলবে। দুপুরের মধ্যে ইয়াস ওড়িশা পার হয়ে পার্শবর্তী পশ্চিমবঙ্গে আঘাত হানবে।

বিজ্ঞানীরা বলছেন, ভারত মহাসাগরের উত্তরাঞ্চলে সম্প্রতি বেশ ঘন ঘন ঘূর্ণিঝড় হচ্ছে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে ঘূর্ণিঝড় বেশি হচ্ছে আর ধ্বংসযজ্ঞ চালাচ্ছে উপকূলীয় অঞ্চলে।

গত সপ্তাহে ভারতের পশ্চিম উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় তাওকতে। এতে অন্তত ১৫৫ জন নিহত হন।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,878FollowersFollow
21,200SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles