MYTV Live

ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে ইসরায়ল

ইসরায়েল একটি জাতিবিদ্বেষী রাষ্ট্রে রূপান্তরিত হচ্ছে বলে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন-ইয়েভস লে ড্রিয়ান যে মন্তব্য করেছেন তার প্রতিবাদ জানিয়েছে তেল আবিব।

বৃহস্পতিবার ফরাসি রাষ্ট্রদূতকে ডেকে নিয়ে এই প্রতিবাদ জানায় ইসরায়েল।

ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গ্যাবি আশকানাজি বলেছেন, ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যান-ইয়ভেসের মন্তব্য অগ্রহণযোগ্য, ভিত্তিহীন এবং অসত্য।

বন্ধুপ্রতীম ফ্রান্সের কাছ থেকে ইসরায়েল এমন ‘দায়িত্বজ্ঞানহীন’ মন্তব্য আশা করে না বলে মন্তব্য করেন গাবি।

গত রোববার গাজায় ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলার বিষয়ে এক প্রতিক্রিয়ায় ফরাসি পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে দিয়ে বলেন, দুই রাষ্ট্র ভিত্তিক সমাধানের পন্থাকে পুনরুজ্জীবিত করা না হলে ইসরায়েল দীর্ঘ মেয়াদে জাতিবিদ্বেষী রাষ্ট্রে পরিণত হবে।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও এক টুইট বার্তায় ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন।

সম্প্রতি গাজায় ১১ দিনের ইসরায়েলি হামলায় অন্তত ২৫৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে অনেক শিশুও রয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও প্রায় ২ হাজার। অপরদিকে হামাসের হামলায় ইসরায়েলে মারা গেছেন ১৩ জন।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,878FollowersFollow
21,200SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles