ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) নতুন আসরে দল পেয়েছেন সাকিব আল হাসান।
জ্যামাইকা তালাওয়াসের হয়ে সিপিএলের এবারের মৌসুমে খেলবেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার।
এমনটি নিশ্চিত করেছে সিপিএল কর্তৃপক্ষ।
সিপিএলের অফিসিয়াল টুইটার পেজে সাকিবের বোলিংয়ের একটি ভিডিও দিয়ে লেখা হয়েছে, ‘সিপিএল ২০২১ সংস্করণে জ্যামাইকা তালাওয়াসে ফিরলেন সাকিব।’
আগস্টের ২৮ তারিখ থেকে সেপ্টেম্বরের ১৯ তারিখ পর্যন্ত চলবে সিপিএল।
২০১৩ সালে সর্বপ্রথম বার্বাডোজে খেলেন সাকিব। সেই আসরে বার্বাডোজের হয়ে ৪ ওভারে ৬ রানে ৬ উইকেট নেওয়ার কীর্তি গড়েছিলেন এই স্পিন অলরাউন্ডার।
এরপর ২০১৬ এবং ২০১৭ মৌসুমে জ্যামাইকা তালাওয়াসের হয়ে খেলেন সাকিব। এরপর ২০১৮ ও ২০১৯ মৌসুমে বার্বাডোজ ট্রাইডেন্টসে ফিরে আসেন সাকিব। এক বছর নিষিদ্ধ থাকায় খেলতে পারেননি ২০২০ সালের সিপিএল। এই মৌসুমে ৩ বছর পর আবারও জ্যামাইকা তালাওয়াসে ফিরে আসছেন সাকিব।
করোনার কারণে সবগুলো খেলা হবে সেন্ট কিটস অ্যান্ড নেভিসে। পুরো আসর হবে বায়োবাবলের মধ্যে।