MYTV Live

উগান্ডায় মন্ত্রীর গাড়িতে বন্দুকধারীদের গুলি, মেয়ে ও গাড়িচালক নিহত

উগান্ডার কর্ম ও পরিবহন মন্ত্রী জেনারেল কাতুম্বা ওয়ামালার গাড়িতে হামলা চালিয়েছে একদল বন্দুকধারী। এতে মন্ত্রী গুলিবিদ্ধ হলেও প্রাণে বেঁচে গেছেন। তবে মারা গেছেন সঙ্গে থাকা তার মেয়ে ও গাড়িচালক। উগান্ডান সেনাবাহিনীর মুখপাত্র ও স্থানীয় সংবাদমাধ্যমগুলো এ তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় টেলিভিশন চ্যানেল এনবিএস জানিয়েছে, মঙ্গলবার কিয়াসাসির কাম্পালা শহরতলিতে উগান্ডার কর্ম ও পরিবহন মন্ত্রী জেনারেল কাতুম্বা ওয়ামালার গাড়িতে গুলিবর্ষণ করে মোটরসাইকেলে আসা চার দুর্বৃত্ত।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে ওয়ামালাকে আহত অবস্থায় দেখা যায়। ছবিতে তার পরনে থাকা পোশাকে রক্ত ও গাড়িতে গুলির আঘাতের চিহ্ন দেখা গেছে।

উল্লেখ্য, পূর্ব আফ্রিকার দেশটিতে গত কয়েক বছরে বেশ কয়েকজন হাই-প্রোফাইল ব্যক্তিকে রহস্যজনকভাবে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের উদ্দেশ্য নিশ্চিত না হওয়ায় এ নিয়ে নানা জল্পনা রয়েছে। এসব ঘটনার প্রায় প্রতিটিতেই হামলাকারীরা মোটারসাইকেলে এসে গুলি চালিয়েছে।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,878FollowersFollow
21,200SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles