MYTV Live

প্রায় সাড়ে ৫ লাখ ইয়াবাসহ রোহিঙ্গা নেতা গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৫ লাখ ইয়াবাসহ গুরা মিয়া (৪৫) এক রোহিঙ্গা নেতাকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার রাত পৌনে ১০টার দিকে শিবিরের ভেতরে একটি আস্তানায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাঁকে গ্রেপ্তার করা হয়।

গুরা মিয়া বালুখালী-৯ ক্যাম্পের জি ব্লকের ৩১ নম্বর কক্ষের বাসিন্দা। তাঁর বাবার নাম নুর আহমদ। গুরা মিয়াকে উখিয়া থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। রোহিঙ্গা শিবির থেকে এ পর্যন্ত যত ইয়াবার চালান জব্দ হয়েছে, তার মধ্যে এটিই সর্ববৃহৎ চালান বলে জানিয়েছেন র‌্যাব সদস্যরা।

র‌্যাব কর্মকর্তারা জানায়, গুরা মিয়া মাঝির বসতঘরে ইয়াবার একটি বড় চালান মজুদ করার খবর পেয়ে অভিযান চালানো হয়। পরে তার বসতঘরের ভেতর থেকে ৫ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার র‌্যাব-১৫ উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সাড়ে ৫ লাখ ইয়াবাসহ একজন সাবেক ক্যাম্প মাঝিকে আটক করা হয়েছে। মাদক মামলা দিয়ে তাকে থানায় সোর্পদ করা হয়েছে।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,802FollowersFollow
20,900SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles