করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় ৭ দিনের বিশেষ লকডাউন ঘোষণা করা হয়েছে। আগামী ৩ জুন রাত ১টা থেকে ৯ জুন রাত ১২টা পর্যন্ত এই লকডউন কার্যকর থাকবে।
বুধবার দুপুর ২টার দিকে জেলা প্রশাসক হারুন-উর-রশিদ এ লকডাউন ঘোষণা করেন।
জেলা প্রশাসক জানান, সম্প্রতি নওগাঁর নিয়ামতপুর ও সদর উপজেলায় করোনা সংক্রমণ বেড়েছে। সংক্রমণ রোধে স্বাস্থ্য অধিদপ্তরের করা সুপারিশের ভিত্তিতে মঙ্গলবার রাতে জেলা করোনা প্রতিরোধ কমিটির এক জরুরি বৈঠক হয়। বৈঠকে নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় ৭ দিনের সর্বাত্মক লকডাউন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি জানান, লকডাউনের সময় নওগাঁ পৌরসভা এলাকায় ও নিয়ামতপুর উপজেলায় বাস, মাইক্রোবাস, অটোরিকশা, রিকশা, মোটরসাইকেল ইত্যাদি যানবাহন চলাচল বন্ধ থাকবে। এ ছাড়া লকডাউন এলাকায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি সকাল ৭টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে কেনা বেচা করা যাবে।
জেলা প্রশাসক আরও বলেন, লকডাউনের সময়ে নির্দেশনা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রকৌশলী মো. আব্দুল মান্নান ও সিভিল সার্জন ডা. একেএম আবু হানিফ।