MYTV Live

শনিবার থেকে সাতক্ষীরায় ৭ দিনের কঠোর লকডাউন

সাতক্ষীরায় করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় জেলাব্যাপী এক সপ্তাহের কঠোর লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার সাতক্ষীরা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা করোনা প্রতিরোধ কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়।

সভায় জানানো হয়, জেলায় সংক্রমণের হার ৫৪ শতাংশের উপরে। তবে সংক্রমণ আরও বাড়তে পারে। বিষয়টি বিবেচনায় শনিবার সকাল ৬টা থেকে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়েছে। পরিস্থিতির উন্নতি না হলে লকডাউন আরও বাড়তে পারে। লকডাউন চলাকালীন সব ধরনের গণপরিবহন, শপিং মল ও মার্কেট বন্ধ থাকবে।

জেলা প্রশাসক জানান, লকডাউনের সময় সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত জরুরি নিত্যপ্রয়োজনীয় দোকান খোলা থাকবে। তবে বন্ধ থাকবে গণপরিবহন। সাতক্ষীরার সঙ্গে যশোর ও খুলনাসহ বিভিন্ন আঞ্চলিক সড়ক যোগাযোগের পয়েন্টগুলিতে পুলিশের চেকপোস্ট থাকবে। এ সময় সীমান্তে পারাপার বন্ধ থাকবে। শহরে থাকবে ভ্রাম্যমাণ আদালত। বাধা নিষেধ অমান্যকারীদের জরিমানা করা হবে।

সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত জানান, করোনা সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়েতসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,802FollowersFollow
20,900SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles