বাংলাদেশ সময় রাত ৮টায় দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বের গ্রুপ ‘ই’ -এর ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
ইতোমধ্যে ভারতের বিপক্ষে একাদশ সাজিয়েছেন কোচ জেমি ডে।
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ৫৮ মিনিটের সময় চোট পেয়ে মাঠ ছাড়েন সোহেল রানা। তার বদলে মানিক মোল্লা নামার পর মাঝমাঠে গতি বাড়ে লাল সবুজ জার্সিধারীদের। এমনকি তপু বর্মনের যে গোলটি দিয়ে সমতায় ফেরে বাংলাদেশ দল, সেই বলটি উঁচু করে ডি বক্সের মধ্যে বাড়িয়েছিলেন এই ডিফেন্ডারই।
চোটের কারণে সোহেল রানা ছিটকে পড়েছেন। তাই আজ শুরুর একাদশে তার পরিবর্তে খেলবেন আগের ম্যাচে বদলি হিসেবে নেমে দারুণ পারফরম্যান্স দেখানো মানিক মোল্লা। তাছাড়া একাদশে আর কোন পরিবর্তন আনছেন না কোচ জেমি ডে।
বাংলাদেশ একাদশ: আনিসুর রহমান জিকো (গোলরক্ষক), তপু বর্মন, রহমত মিয়া, রিয়াদুল ইসলাম রাফি, তারিক কাজী, জামাল ভূঁইয়া, মাশুক মিয়া জনি, মানিক মোল্লা, রাকিব হোসেন, বিপলু আহমেদ, মতিন মিয়া।