MYTV Live

কুমিল্লায় সাড়ে পাঁচ মাসে পৌনে ৯ কোটি টাকার মাদকদ্রব্য জব্দ

কুমিল্লা জেলা পুলিশের সদস্যরা গত সাড়ে পাঁচ মাসে ৩ টন (৩ হাজার কেজি) গাঁজাসহ প্রায় ৯ কোটি টাকার মাদক জব্দ করেছে।

সোমবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ।

তিনি বলেন, গত সাড়ে পাঁচ মাসে জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তিন হাজার ২৬ কেজি গাঁজা, এক লাখ ১৫ হাজার ৪১২ পিস ইয়াবা, আট হাজার ৫২৫ বোতল ফেনসিডিল, ৩৯৬ লিটার দেশীয় মদ, ২৩২ বোতল হুইস্কি, ৪২৪ বোতল বিয়ার, ৩৩৫ বোতল বিদেশি মদ, দুই হাজার ১১০ বোতল ইস্কাফ জব্দ করা হয়েছে।

পুলিশ সুপার জানান, যার বর্তমান বাজার মূল্য আট কোটি ৭২ লাখ ৮৫ হাজার ১০০ টাকা।

এসব অভিযানে এক হাজার ৬১২ জন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কাজী আবদুর রহিম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আফজল হোসেনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,878FollowersFollow
21,200SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles