MYTV Live

অকালে ত্বকে ভাঁজ পড়া রোধে করণীয়

বয়সের সঙ্গে সঙ্গে মুখের ত্বকে ভাঁজ পড়াই স্বাভাবিক। কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যায় নির্দিষ্ট বয়সের আগেই ত্বকে ভাঁজ পড়া শুরু হয়ে যায়। অকালে ত্বকে ভাঁজ পড়ার পিছনে কয়েকটি কারণ আছে যা অনেকের অজানা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের এক ত্বক বিশেষজ্ঞের সমীক্ষায় উঠে এসেছে এমন কিছু কারণ, যা অকালে ত্বকে ভাঁজ পড়ার জন্য দায়ী।

ধূমপান:যারা ধূমপান বেশি করে তাদের অকালেই ত্বকে ভাঁজ পড়ে যায়। এজন্য ধূমপান যতটা সম্ভব কমিয়ে আনতে হবে। আর একবারে বাদ দিতে পারলে সবচেয়ে ভালো হয় ।

তেল জাতীয় খাবার:অতিরিক্ত ভাজাভুজি বা জাঙ্ক ফুড যারা বেশি খান, অল্প বয়সেই তাদের ত্বক বুড়িয়ে যায়।

পাইপবাস্ট্র-এরঅতিরিক্তব্যবহার:স্ট্র বেশি ব্যবহার করলে ত্বক কুচকে যায়। বিষয়টি শুনে অবাক মনে হলেও এটিই আসলে সত্যি। যারা ঠান্ডা পানীয় বা অন্য কোনও তরল পান করার সময়ে নিয়মিত স্ট্র-এর ব্যবহার করেন, তাদের ত্বক দ্রুত কুঁচকে যেতে পারে।

আলসেমি:অতিরিক্ত মাত্রায় আলসেমির কারণে শরীরে রক্ত চলাচল ব্যাহত হয়। আর এতে করে মুখের ত্বকের কোষেও রক্ত চলাচলের মাত্রা কমে যায়। ফলে বয়সের ছাপ পড়ে।

দাঁত ব্রাশ না করা:শুনে অবাক লাগলেও অকালে মুখের ত্বকে ভাঁজ পড়ার এটাও একটা কারণ।

মুখভঙ্গি:হয়তো দুঃখি নন, কিন্তু অন্যদের সঙ্গে মজা করতে গিয়ে মাঝেই মাঝেই দুঃখি ভাব করে থাকেন যারা, তাদেরও এই সমস্যা হয়।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,877FollowersFollow
21,200SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles