গাজীপুরে সরকারঘোষিত লকডাউনের ৪র্থ দিনেও চলছে ঢিলেঢালাভাবে। ঢাকাকে বিচ্ছিন্ন রাখতে সরকার ঘোষিত লকডাউনের ৪র্থ দিনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চান্দনা চৌরাস্তা ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় বাস ছাড়া সব ধরনের যানবাহন চলাচল করছে।
বিশেষ করে অটো রিকশা, সিএনজি, লেগুনা, পণ্যবাহী ট্রাক চলাচল করছে। এছাড়া জেলার বিভিন্ন সরকারি অফিসও খোলা রয়েছে। তবে, হাটবাজার গুলোতে মানছেন না কোন প্রকার স্বাস্থ্যবিধি তথা সামাজিক দূরত্ব দেদারছে চলছে বেচাকেনা।
লকডাউনের মধ্যেই গাজীপুরে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে । গত ২৪ ঘন্টায় গাজীপুরে ৭৯ জনের করোনা পজিটিভ হয়েছে। মোট মৃতের সংখ্যা ২৩০ জন। জেলায় মোট ১২ হাজার ১ শত ৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।