আর্জেন্টিনা-বলিভিয়ার ম্যাচ দিয়ে শেষ হয়েছে কোপা আমেরিকার প্রথম রাউন্ডের খেলা। আর্জেন্টিনা-বলিভিয়া এবং উরুগুয়ে প্যারাগুয়ের ম্যাচ দিয়ে শেষ হয়ে গেলো গ্রুপ পর্বের জমজমাট লড়াই। ১০ দলের মধ্যে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে কেবল দুটি দল। গ্রুপ ‘এ’ থেকে বলিভিয়া এবং ‘বি’ থেকে বিদায় ঘটেছে ভেনেজুয়েলার।
বাকি আট দলের মধ্যে শুরু হবে কোয়ার্টার ফাইনাল। গ্রুপ পর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ঠিক হয়ে গেছে কোয়ার্টার ফাইনালের লাইনআপও।
আগামী শনিবার ভোর তিনটায় গোইয়ানিয়ার অলিম্পিকো স্টেডিয়ামে প্রথম কোয়ার্টার-ফাইনালে ‘বি’ গ্রুপের রানার্সআপ পেরু মুখোমুখি হবে ‘এ’ গ্রুপের তৃতীয় হওয়া প্যারাগুয়ের।
এরপর একই দিন সকাল ৬টায় দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে রিও ডি জেনেরিও-তে গ্রুপ ‘বি’ সেরা স্বাগতিক ব্রাজিল মুখোমুখি হবে গ্রুপ ‘এ’-র চতুর্থ দল চিলির।
পরদিন রবিবার ভোর ৪টায় ব্রাজিলিয়ায় তৃতীয় কোয়ার্টার ফাইনালে গ্রুপ ‘এ’-র রানার্সআপ উরুগুয়ে মুখোমুখি হবে গ্রুপ ‘বি’-র তৃতীয় দল কলম্বিয়ার।
একই দিন শেষ কোয়ার্টার ফাইনালে গোইয়ানিয়ার অলিম্পিকো স্টেডিয়ামে সকাল ৭টায় গ্রুপ ‘এ’ সেরা আর্জেন্টিনা মাঠে নামবে গ্রুপ ‘বি’-র চতুর্থ দল ইকুয়েডরের বিপক্ষে।