বুধবার একমাত্র টেস্ট ম্যাচে মুখোমুখি হবে জিম্বাবুয়ে ও বাংলাদেশ ক্রিকেট দল। এ ম্যাচের আগে জোড়া ধাক্কা খেল স্বাগতিক জিম্বাবুয়ে দল।
করোনাভাইরাসের সতকর্তাস্বরূপ একমাত্র টেস্ট ম্যাচটিতে খেলতে পারবেন না দলের অন্যতম দুই অভিজ্ঞ তারকা শন উইলিয়ামস ও ক্রেইগ আরভিন। যার ফলে এখন অধিনায়কও বদলে ফেলতে হয়েছে তাদের।
মঙ্গলবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এ খবর নিশ্চিত করেছেন জিম্বাবুয়ে দলের মিডিয়া ম্যানেজার ডার্লিংটন মাজোঙ্গা।
ডার্লিংটন জানান, উইলিয়ামস ও আরভিন কোভিড আক্রান্ত স্বজনের সংস্পর্শে যাওয়ায় তাদের আইসোলেশনে পাঠানো হয়েছে।
ডার্লিংটন বলেন,‘নিয়মিত অধিনায়ক শন উইলিয়ামস ও ক্রেইগ আরভিন ২০ জনের স্কোয়াডে ছিলেন। কিন্তু তারা দলে যোগ দিতে পারেননি। কোভিড আক্রান্ত স্বজনের সংস্পর্শে যাওয়ায় তারা দুজনই এখন সেলফ আইসোলেশনে আছেন। উইলিয়ামসের অনুপস্থিতিতে জিম্বাবুয়েকে নেতৃত্ব দেবেন ব্রেন্ডন টেলর।’