২৮ জন আরোহী নিয়ে রাশিয়ার একটি যাত্রীবাহী বিমান নিখোঁজ হয়েছে।
এএন২৬ মডেলের বিমানটি রাশিয়ার পূর্বাঞ্চল পেত্রোপাবলোস্ক থেকে কামচাটকা পেনিসুলার দিকে যাচ্ছিলো। যাত্রাপথে বিমানের সঙ্গে কর্তৃপক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ট্রাফিক কন্ট্রোল বিভাগ জানিয়েছে, বিমানটির কিছু সময় পরেই ল্যান্ড করার কথা ছিল, তার আগেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
কন্ট্রোর টাওয়ারের সঙ্গে বিমানটির সর্বশেষ যোগাযোগের সময় সেটি পেনিনসুলার পালানা গ্রামের উপর দিয়ে উড্ডয়ন করছিল।
বিমানটি নিখোঁজের সময় কামচাটকা উপদ্বীপের উত্তরাঞ্চলের আকাশ মেঘাচ্ছন্ন ছিল বলে স্থানীয় আবহওয়া কেন্দ্রের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স।
রাশিয়ার জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, অনুসন্ধান এবং উদ্ধারকারী টিম বিমানটি খোঁজার কাজ শুরু করেছে। বিমানটিতে ২২ জন যাত্রী এবং ছয়জন ক্রু ছিলেন। এছাড়া আরোহীদের মধ্যে এক বা দু’জন শিশুও রয়েছে বলে জানা গেছে।
দুটি হেলিকপ্টার বিমানটির চলাচলের পথ ধরে সম্ভাব্য জায়গায় তল্লাশি করছে। তবে এখনও পর্যন্ত বিমানটির কোনও খোঁজ পাওয়া যায়নি।