দুর্বৃত্তদের হামলায় হাইতির প্রেসিডেন্ট জুভিনিল মু্ইসি নিহত হয়েছেন। নিজ বাসভবনে তিনি হামলার শিকার হয়েছেন। হাইতির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ক্লদে জোফেস এই তথ্য জানিয়েছেন।
বুধবার বিবিসি জানায়, পোর্ট-অউ-প্রিন্সে হাইতির প্রেসিডেন্ট তার বাসভবনে অজ্ঞাতনামা হামলাকারীদের হাতে নিহত হয়েছেন। এই সন্ত্রাসী হামলায় হাইতির ফার্স্ট লেডি গুরুতর আহত হয়েছেন।
৫৩ বছর বয়সী জোসেফ ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে হাইতির প্রেসিডেন্ট ছিলেন।