গুঞ্জনকে সত্যি করে টেস্ট ক্রিকেটকে বিদায়ই জানিয়ে দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ।
হারারে টেস্টের প্রথম ইনিংসে দুর্দান্ত অপরাজিত দেড়শ রানের ইনিংস খেলার পর মাহমুদউল্লাহ রিয়াদের অবসর নিয়ে গুঞ্জন শুরু হয়। তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার পর ড্রেসিংরুমে সতীর্থদের নিজের অবসরের কথা জানান। তবে তখন বিসিবি বা মাহমুদউল্লাহ, কারও পক্ষ থেকেই আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
নিজে কোন ঘোষণা দেননি, তবে গার্ড অব অনার ও পরবর্তীতে টেলিভিশন সম্প্রচারেও মাহমুদউল্লাহর অবসরের কথা নিশ্চিত করেছেন ধারাভাষ্যকাররা।
বাংলাদেশের ক্রিকেটে বিখ্যাত পঞ্চপাণ্ডবের অন্যতম সদস্য হয়ে উঠা মাহমুদউল্লাহ ২০২০ সালের ফেব্রুয়ারির পর প্রথম টেস্ট দলে ফিরেছিলেন জিম্বাবুয়ে সিরিজে। ফেরার ম্যাচে স্বভাবসুলভ দলের বিপদে ঠান্ডা মাথায় ব্যাট করে করেছেন অপরাজিত ১৫০। দলকে বড় স্কোরের পথে এগিয়ে নিতে বড় ভূমিকা রেখেছিল তার সেই ইনিংস।
২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিংস্টোনে টেস্ট অভিষেক হয়েছিল মাহমুদউল্লাহর। এটি ছিল তার ক্যারিয়ারের ৫০ তম টেস্টও। ক্যারিয়ারে ৩৩.৪৯ গড়ে তিনি করেছেন ২ হাজার ৯১৪ রান। এ টেস্টের সেঞ্চুরিটি ছিল তার ক্যারিয়ারের ৫ম। বোলিংয়ে এখন পর্যন্ত ৪৩ উইকেটও আছে মাহমুদউল্লাহর।