করোনা মোকাবিলায় সারা দেশের হাসপাতালগুলোতে সোমবার চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ শুরু হবে।
এছাড়া, মঙ্গলবার সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে মডার্নার টিকা প্রয়োগ শুরু হবে। ঢাকা সিটি কর্পোরেশন এলাকার ৪০টি সরকারি হাসপাতাল ও ঢাকার বাইরে সিটি কর্পোরেশন এলাকায় বিভিন্ন হাসপাতালে এ টিকা দেয়া হবে।
ইতোমধ্যে যারা রেজিস্ট্রেশন করেছেন এবং বয়সে অপেক্ষাকৃত প্রবীণ তারা অগ্রাধিকার ভিত্তিতে টিকাদানের সুযোগ পাবেন।
রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনা বুলেটিনে টিকা কর্মসূচির পরিচালক অধ্যাপক ডা. শামসুল হক এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘আজকের মধ্যেই সারা দেশের টিকা কেন্দ্রগুলোতে সিনোফার্মের টিকা পৌঁছে দেওয়া হবে। শনিবার রাতেই সিটি করপোরেশন এলাকার টিকা কেন্দ্রগুলোতে মডার্নার টিকা পৌঁছে দেওয়া হয়েছে। আশা করছি, সোমবার সারা দেশে সিনোফার্ম এবং পরশু মঙ্গলবার মডার্নার টিকা প্রয়োগ শুরু করতে পারব।’
তিনি আরও বলেন, সৌদি আরবসহ যে সকল দেশে মর্ডানার টিকা স্বীকৃতি দিচ্ছে সে সকল দেশের জন্য প্রবাসীরা সিটি কর্পোরেশন এলাকায় মডার্নার টিকা গ্রহণ করতে পারবেন। তাদেরকে কষ্ট করে ফাইজারের টিকা নেয়ার জন্য রাজধানীতে আসতে হবে না।