MYTV Live

দক্ষিণ আফ্রিকায় বিক্ষোভে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭৬ জনে

দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে আটকের পর থেকেই দেশটিতে বিক্ষোভ শুরু হয়েছে। এই বিক্ষোভে এখন পর্যন্ত সেখানে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭৬ জনে।

এক সংবাদ সম্মেলনে দেশটির রাষ্ট্রপতি বিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী খুম্বুডজো ন্যাশনভেনি বলেন, সহিংসতায় এখন পর্যন্ত কোয়াজুলু-নাটাল প্রদেশে ২৩৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া গওতেংয়ে আরও ৪২ জন নিহত হয়েছেন।

বুধবার বার্তাসংস্থা রয়টার্স এখবর দেয়।

দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু-নাটাল প্রদেশের একজন মেয়র জানান, দাঙ্গা ও সহিংসতা শুরুর পর থেকে কোয়াজুলু-নাটালে কমপক্ষে ৮০০টি দোকানে লুটপাট চালানো হয়েছে। লুটপাট হওয়া পণ্যের মূল্য প্রায় ১০০ কোটি ডলার।

জুমাকে গ্রেফতারের পর শুরু হওয়া বিক্ষোভ দ্রুতই সহিংস হয়ে ওঠে। দোকানপাট লুটের পাশাপাশি শুরু হয় ভাঙচুর। অনেক জায়গায় আগুন ধরিয়ে দেওয়া হয়।

জুমাকে গ্রেফতারের প্রতিবাদের পাশাপাশি যুক্ত হয় লকডাউনে প্রচুর মানুষের চাকরি যাওয়া এবং খাদ্যদ্রব্যের দাম আকাশছোঁয়া হয়ে যাওয়ার ঘটনার ফলে বিক্ষোভ আরও সহিংস রূপ ধারন করে।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,582FollowersFollow
20,300SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles