জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও চারজন।
সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার রতনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
নিহতরা হলেন- রতনপুর গ্রামের জোরপুকুরিয়া গ্রামের মৃত বিরাজ মোল্লার ছেলে দেলোয়ার হোসেন দুলাল (৫০) ও চৌধুরীপাড়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে মোফাজ্জল হোসেন (৪৮)।
আহতরা হলেন- ওই গ্রামের মহসিনের ছেলে এমদাদুল হোসেন (২৭), বজ্রপাতে নিহত মোফাজ্জলের ছেলে ছাব্বির হোসেন (১৬), মৃত হামেদ আলীর ছেলে খলিল মিয়া (৫৫) ও উপজেলার কড়িয়া এলাকার শফীর উদ্দিনের ছেলে সিরাজুল ইসলাম (২২)।
প্রত্যক্ষদর্শী কৃষক মামুনুর রশিদ জানায়, ওই কৃষকরা জমিতে আমন ধানের চারা রোপণ করছিলেন। এসময় বৃষ্টি শুরু হয়। বৃষ্টি থেকে রক্ষা পেতে তারা পাশেই পুকুরের মাছ পাহাড়া দেওয়ার জন্য নির্মিত ঘরের বারান্দায় আশ্রয় নেন। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই দুই কৃষক মারা যান।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে জোরপুকুরিয়া গ্রামের আহত খলিল তরফদারের অবস্থা আশঙ্কাজনক।
পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঘটনার পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা বরমান হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে হতাহতের পরিবারকে সহযোগীতার আশ্বাস দিয়েছেন।