জনপ্রিয় প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসের প্রথম চাকরির আবেদনপত্র প্রায় ৩ কোটি টাকায় বিক্রি হয়েছে।
যেখানে তিনি নিজেই নাম, ঠিকানা, বয়স, ড্রাইভিং লাইসেন্সসহ যাবতীয় বিষয় লিখেছিলেন। মাত্র ১৮ বছর বয়সে ১৯৭৩ সালে চাকরির জন্য একটি কোম্পানিতে আবেদন করেছিলেন তিনি।
১৯৭৪ সালে তিনি ভিডিও গেম ডিজাইনার হিসাবে প্রথম চাকরিতে যোগ দেন। আবেদনপত্রটি এখনো খুব ভালো অবস্থাতেই রয়েছে।
স্টিভ জবস এখন ধনীদের শীর্ষ তালিকায় থাকলেও একসময় তাকেও চাকরির জন্য ঘুরতে হয়েছিল। এই আবেদনপত্র এর আগেও নিলাম হয়েছিল।
২০১৭ সালে ১৮ হাজার ৭৫০ ডলারে, ২০১৮ সালে ১ লাখ ৭৪ হাজার ৭৫৭ ডলারে, সবশেষে ২০২১ সালের মার্চে ২ লাখ ২২ হাজার ৪০০ ডলারে নিলাম হয়।
স্টিভ জবস পোর্টল্যান্ডের রিড কলেজ থেকে পড়াশোনার শেষ করে এই চাকরির আবেদনটি করেছিলেন।১৯৭৬ সালে স্টিভ জবস এবং স্টিভ ওজনিয়াক সেই চাকরি ছেড়ে অ্যাপল প্রতিষ্ঠা করেন এবং ১৯৭৭ সালে অ্যাপল নামে প্রথম পার্সোনাল কম্পিউটার বের করেন।