MYTV Live

পারিশ্রমিক জটিলতায় বাদ পড়লেন দীপিকা

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। নির্মাতা সঞ্জয়লীলা বানসালির নতুন সিনেমা ‘বাইজু বাওরা’তে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের অভিনয় করার কথা ছিল। তবে শেষ পর্যায়ে এসে সিনেমাটি থেকে দীপিকাকে বাদ দেওয়া হয়েছে বলে গুঞ্জন ছড়িয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, পারিশ্রমিক নিয়েই নাকি জটিলতা সৃষ্টি হয়েছে পরিচালক-নায়িকার মধ্যে। নায়ক রণবীর সিংয়ের সমান পারিশ্রমিক দাবি করেছিলেন দীপিকা। আর এতেই দূরত্ব তৈরি হয়েছে বানসালি-দীপিকার। শেষ পর্যন্ত দীপিকা সিদ্ধান্ত থেকে সরে না আসায় তাকে বাদ দেওয়া হয়েছে।

জানা গেছে, মুঘল আমলের সঙ্গীত কিংবদন্তি, ‘বাইজু বাওরা’-র গল্পে সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছেন সঞ্জয়লীলা বানসালি। এই নির্মাতা নিজেই সিনেমাটির প্রযোজকও।

এর আগে এই নির্মাতার ‘গালিয়োকি রাসলীলা প্রেমলীলা’, ‘বাজিরাও মাস্তানি’ ও ‘পদ্মাবত’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন রণবীর ও দীপিকা। সম্প্রতি সঞ্জয় তার নতুন ছবি ‘বৈজু বাওরা’র জন্যও রণবীর-দীপিকা তারকা দম্পতিকে চূড়ান্ত করেছিলেন।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,871FollowersFollow
21,200SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles