গাইবান্ধায় মাদক মামলায় পারভেজ মিয়া (৩১) নামের এক বাস সুপারভাইজারের মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। রায়ে একইসাথে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া এই মামলার অপর তিন আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে গাইবান্ধার সিনিয়র জেলা ও দায়রা জজ দীলিপ কুমার ভৌমিক আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১ নভেম্বর দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানার ঘোড়াঘাট বাজার থেকে গোপন সংবাদের ভিত্তিতে একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ওই বাসের সুপারভাইজার মো. পারভেজের ব্যাগ থেকে ৪৫০ গ্রাম হেরোইন উদ্ধার করে র্যাব।
এ ঘটনায় র্যাব-১৩ গাইবান্ধার ডি.এ.ডি. মো. জাহিদ হোসেন ৪ জনকে আসামি করে পরদিন গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় দীর্ঘ শুনানি শেষে বিচারক এ রায় দেন।
রায়ে অপর তিন আসামি মো. আফাজ উদ্দিন, মো. দুদু মিয়া ও মো. সাইদুল ইসলা বেকসুর খালাস দেন আদালত। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি মো. ফারুক আহম্মেদ প্রিন্স।
আসামিপক্ষের আইনজীবী আবু আলা মো. সিদ্দিকুল ইসলাম রিপু বলেন, এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।