আফগানিস্তানে স্বাধীনতা দিবসে সমাবেশে জাতীয় পতাকা দোলানো মানুষের ওপর গুলি চালিয়েছে তালেবান যোদ্ধারা। প্রত্যক্ষদর্শীরা জানায়, এসময় উপস্থিত জনতা দৌড়াদৌড়ি শুরু করলে কয়েকজন নিহত হয়।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আল আরাবিয়া নিউজ এ খবর জানিয়েছে।
তবে এ বিষয়ে তাৎক্ষণিক তালেবান মুখপাত্রের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এর আগের দিন দেশটির গুরুত্বপূর্ণ শহর জালালাবাদে জাতীয় পতাকা উড়ানো নিয়ে তালেবানের গুলিতে তিনজন নিহত হয়েছেন। তালেবানরা শহরের একটি গুরুত্বপূর্ণ স্কয়ার থেকে আফগানিস্তানের জাতীয় পতাকা সরিয়ে নিজেদের পতাকা লাগালে স্থানীয়রা বিক্ষোভ করে। সেখান থেকেই সংঘর্ষ ও পরে গুলিতে তিন আফগান নিহত হন।
১৯১৯ সালের ১৯ আগস্ট ব্রিটিশ নিয়ন্ত্রণ থেকে মুক্ত হয় তালেবান। তারা এই দিনটি স্বাধীনতা দিবস হিসেবে পালন করে আসছে।
গত রোববার কাবুল দখল করে তালেবান যোদ্ধারা। এর আগের দিন দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনি পালিয়ে যান।
এর আগে, জালালাবাদ শহরের এক র্যালিতে গুলি চালিয়ে তিনজনকে হত্যা করা হয়েছিল।