MYTV Live

নিউজিল্যান্ডের বিপক্ষে ১৯ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা

নিউজিল্যান্ড বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৯ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন মুশফিকুর রহিম, লিটন দাস, বিপ্লব। আর বাদ পড়েছেন মোহাম্মদ মিঠুন।

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৪ আগস্ট বাংলাদেশ আসবে নিউজিল্যান্ড। ১ সেপ্টেম্বর হবে প্রথম টি-টোয়েন্টি। দ্বিতীয়টি হবে ৩ সেপ্টেম্বর। শেষ তিনটি যথাক্রমে ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। প্রতিটি ম্যাচই শুরু বিকাল ৪টায়। আর অস্ট্রেলিয়া সিরিজের মতো এ সিরিজেরও সব কটি ম্যাচই হবে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে।

এ সফরের জন্য আগেই দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের দলের কেউ আসছেন না বাংলাদেশে। কিউইদের নেতৃত্ব দেবেন টম ল্যাথাম।

১৯ সদস্যের বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, নাইম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, মাহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, নাসুম আহমেদ।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,871FollowersFollow
21,200SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles