MYTV Live

টিকা বিক্রিতে কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেয়া হবে: স্বাস্থ্যের ডিজি

রাজধানীসহ বিভিন্ন স্থানে করোনাভাইরাসের টিকা বিক্রির ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম।

রোববার রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতাল পরিদর্শনে গিয়ে একথা বলেন তিনি।

তিনি বলেন, এটা আইনি প্রক্রিয়া। যে লোকের বিরুদ্ধে অভিযোগ, তার বিষয়ে পুলিশ তদন্ত করছে। আর স্বাস্থ্য অধিদপ্তরও এ ঘটনায় আলাদা তদন্ত করছে।

এবিএম খুরশীদ আলম বলেন, কেউ এ ঘটনায় জড়িত কি না- তদন্ত কমিটির রিপোর্টের ওপর নির্ভর করে ব্যবস্থা নেওয়া হবে।

এসময় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্প্রতি দক্ষিণখানের একটি ফার্মেসি থেকে বিজয় কৃষ্ণ তালুকদার নামে এক প্যারামেডিককে মডার্নার টিকার দুটি ভায়ালসহ গ্রেপ্তার করা হয়। এছাড়া মডার্নার টিকার খালি বক্স পাওয়া যায় ২২টি। সেগুলো জব্দ করা হয়েছে এবং টিকা বিক্রির অভিযোগে তাকে আটক করে পুলিশ।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,877FollowersFollow
21,200SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles