ফিফা র্যাংকিংয়ে ফের আরেক ধাপ নিচে নেমেছে বাংলাদেশ। বৃহস্পতিবার ঘোষিত র্যাংকিংয়ে বাংলাদেশ ১৮৮ থেকে নেমেছে ১৮৯ নম্বরে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের মতো ভারতেরও র্যাংকিংয়ে অবনতি হয়েছে। ১০৫ থেকে ভারত এখন ১০৭ নম্বরে।
তবে দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর অবস্থান অপরিবর্তিত আছে। ফলে ভুটান আগের ১৮৭ নম্বরেই আছে। এছাড়া মালদ্বীপ ১৫৮, নেপাল ১৬৮ ও শ্রীলঙ্কা রয়েছে ২০৫ নম্বরে। আর ফিফার নিষেধাজ্ঞায় থাকা পাকিস্তানের নাম আছে ১৯৮ নম্বরে।
র্যাংকিংয়ের সেরা পাঁচে একটি পরিবর্তন আছে। ফ্রান্সকে চারে নামিয়ে এক ধাপ উপরে উঠে তিনে ইংল্যান্ড। শীর্ষস্থান ধরে রেখেছে বেলজিয়াম। দুই নম্বরে আগের মতোই আছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ইউরো চ্যাম্পিয়ন ইতালি পঞ্চম স্থানে। দুইবারের বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা আছে ছয় নম্বরে।
২০১০-এর বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে (৮) পেছনে ফেলে সপ্তম স্থানে উঠেছে পর্তুগাল। ৯ নম্বরে মেক্সিকো। এক ধাপ উপরে উঠে সেরা দশে ঢুকেছে ডেনমার্ক (১০)। যুক্তরাষ্ট্রকে (১৩) পেছনে ফেলে এক ধাপ করে উপরে উঠে নেদারল্যান্ডস ও উরুগুয়ে ১১ ও ১২তম স্থানে।
র্যাংকিংয়ে মোট ২১০টি দেশকে অন্তর্ভূক্ত করা হয়েছে।