ভারতের নয়াদিল্লির একটি আদালতের ভেতরে গোলাগুলিতে এক দুর্বৃত্তসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।
শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটে। এ ঘটনায় দিল্লির কুখ্যাত জিতেন্দ্র গোগীর মৃত্যু হয়েছে।
উত্তর দিল্লির রোহিনীতে আদালতকক্ষে দুই বিরোধী দলের মধ্যে গোলাগুলি শুরু হয়। বেশ কয়েকজন দুষ্কৃতি আইনজীবীদের পোশাক পরে আদালতে প্রবেশ করে।
এদিকে নিহত জিতেন্দ্র গোগীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গত এপ্রিলে তাকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশের বিশেষ বিভাগ। সেই মামালার জের ধরেই শুক্রবার তাকে আদালতে আনা হয়। তখনই এই গোলাগুলির ঘটনা ঘটে।
গোগীর উপর হামলার ঘটনায় ‘টিল্লু’ দলের দুষ্কৃতীরা জড়িত বলে সন্দেহ করছে পুলিশ। এই ঘটনায় পাল্টা গুলি চালিয়েছে পুলিশ।
রোহিনীর ডেপুটি পুলিশ কমিশনার প্রণব তয়াল বলেছেন, ‘‘আইনজীবীর পোশাক পরে আততায়ীরা আদালতের মধ্যেই গোগীর উপর গুলি চালায়। তার পর পুলিশও পাল্টা গুলি চালিয়েছে।’’