MYTV Live

ব্যবহার না করলেও ফোন গরম হয়ে যাচ্ছে; ফোন ঠান্ডা করতে করণীয়

ব্যবহার করার সময়ে স্মার্টফোন ৩৫ থেকে ৪০ সেন্টিগ্রেড পর্যন্ত গরম হওয়া স্বাভাবিক। ফোন গরম হলে তার প্রভাব পড়ে যন্ত্রাংশে। ফলে ফোনের আয়ু কমে যায়। আর এমনিতেও এক স্মার্টফোন দীর্ঘদিন ব্যবহার করা যায় না।

কিন্তু ব্যবহার না করা অবস্থায় যদি গরম হয়ে যায় তবে তা চিন্তার বিষয়।

যেসব কারণে এই সমস্যা হয় এবং তা সামাধানে কী করা প্রয়োজন তা সবার জেনে রাখা জরুরি।

১. ফোন চার্জে দিয়ে কোনো কাজ করা যাবে না। কারণ এতে ফোন গরম হওয়ার প্রবণতা বাড়ে।

২. ফোনের নেটওয়ার্কের সমস্যার কারণেও অনেক সময় ফোন গরম হয়। নেটওয়ার্ক দুর্বল হলে, ফোন ভালো নেটওয়ার্কের সন্ধান চালিয়ে যায়। এতে ফোনের প্রসেসর এবং ব্যাটারির ওপর চাপ পড়ে। ফলে ফোন গরম হয়। এমন ঘটনা ঘটলে এলাকায় যে সিম কার্ডের নেটওয়ার্ক ভালো সেই সিম ব্যবহার করা উচিত।

৩. ফোনে কী কী কাজ করা হবে তার ওপর ভিত্তি করে ফোন কেনা উচিত। যেমন গেইম খেললে এক ধরনের ফোন আবার সিনেমা দেখা, গান শুনলে অন্য ধরনের ফোন। এতে করে প্রসেসরের ওপর আলাদা চাপ পড়বে না।

৪. ফোন ব্যবহার না করলেও ব্যাকগ্রাউন্ডে কাজ করতে থাকে এমন কোন অ্যাপ থাকলে তা ডিলিট করে দিতে হবে। কারন এসব অ্যাপের কারণেও ফোন গরম হয়। এসব অ্যাপ ডিলিট করলে ফোনের ওপর চাপ কম পড়বে।

৫. অনেকেরই ফোনের ভিতরে হোয়াটসঅ্যাপ, ইমেলে আসা প্রচুর ছবি, ভিডিও থাকে। এতে ফোন গরম হতে পারে। যেগুলির প্রয়োজন নেই, সেগুলি ডিলিট করে দিন। তাতেও ফোন ঠান্ডা থাকবে।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,696FollowersFollow
20,500SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles