আগামী ১ অক্টোবর থেকে ১৬ই অক্টোবর পর্যন্ত মালদ্বীপে অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ। উক্ত টুর্নামেন্টে খেলা হচ্ছে না এলিটা কিংসলের।
সাফ চ্যাম্পিয়নশিপের জন্য বাংলাদেশ দলের ২৭ সদস্যের প্রাথমিক দলে রাখা হয়েছিল এলিটা কিংসলেকে। কিন্তু তাঁর মূল দলে থাকা নির্ভর করছিল এএফসির ছাড়পত্রের ওপর।
সে বিষয়ে সোমবার এএফসির সঙ্গে সভা করেছে বাফুফে। কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশের হয়ে খেলার ছাড়পত্র না পাওয়া যাওয়ায় সাফের মূল দলে থাকা হচ্ছে না বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া কিংসলের।
বাফুফের বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে বিষয়টি।
আগামীকাল মালদ্বীপের উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল।