বৈরী আবহাওয়ার মধ্যে সাগর ছেড়ে কূলে ফেরার সময় ঝড়ের কবলে পড়ে দুটি মাছধরার ট্রলার ডুবে এক জেলের মৃত্যুর খবর পাওয়া গেছে।
মঙ্গলবার সকাল ৭টার দিকে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলা জেলে পল্লীর অফিস কিল্লা থেকে মাত্র দুই কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জেলের নাম মো. রুহুল আমীন খান (৪৫)। ডুবে যাওয়া একটি ট্রলারের মালিক তিনি। বন বিভাগ ও মৎস্য ব্যবসায়ীরা এ তথ্য নিশ্চিত করেছেন।
দুবলা জেলে পল্লী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রহ্লাদ চন্দ্র রায় জানান, প্রচণ্ড ঢেউয়ে টিকতে না পেরে নাম বিহীন ট্রলার দুটি অফিস কিল্লার দিকে আসছিল। এমন সময় দুর্ঘটনার কবলে পড়ে।
দুই ট্রলারে কমপক্ষে ২০ জন জেলে ছিলেন। ডুবে যাওয়ার পর বয়া ধরে ভাসছিলেন জেলেরা। এ সময় পার্শ্ববতী অন্য ট্রলারের জেলেরা সাগরে ভাসতে দেখে তাদের উদ্ধার করেন। ট্রলারেই মারা যান ট্রলার মালিক রুহুল আমীন।
নিহত ও উদ্ধার হওয়া জেলেদের সবার বাড়ি পাথরঘাটা উপজেলার চরদুয়ানী এলাকায়।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শামসুল আরেফীন জানান, সোমবার রাত থেকেই আবহাওয়া খারাপ হতে থাকে। ভোররাত থেকেই ফিশিং ট্রলারগুলো সাগর ছেড়ে নিরাপদে ফিরতে শুরু করে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে ফেরার সময় নাম বিহীন দুটি ট্রলার ডুবে এক জেলের মৃত্যুর খবর তিনি শুনেছেন।
তিনি আরও জানান, বর্তমানে সুন্দরবনের দুবলা, অফিস কিল্লা, আলোর কোল, কটকা, কচিখালী, চান্দেশ্বরসহ বনের বিভিন্ন এলাকায় বহু ট্রলার আশ্রয় নিয়েছে। এসব আশ্রিত জেলের সার্বিক নিরাপত্তা দেওয়ার জন্য সংশ্লিষ্ট সব বন অফিসের কর্মকর্তা-র্কচারীকে নির্দেশ দেওয়া হয়েছে।