আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মসজিদের বাইরে শক্তিশালী বিস্ফোরণের ঘটনার দায় স্বীকার করেছে আইএস।
আইএসের প্রচারণার মাধ্যম ‘আমাক’-এ দাবি করা হয়, জঙ্গিগোষ্ঠীটির এক আত্মঘাতী বোমা হামলাকারী কাবুলের মসজিদের কাছে হামলা চালান।
গত রোববার বিকেলে এ হামলা হয়। হামলায় অন্তত পাঁচজন নিহত হন। আহত হন বেশ কয়েকজন।
এর আগে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এএফপিকে বলেছেন, এই হামলার পেছনে আইএস সমর্থিত কোনো গ্রুপই জড়িত।
রোববার বিকেলে হামলার পর সন্ধ্যার দিকে তালেবান কাবুলের উত্তরে অভিযান পরিচালনা করে। তারা আইএসের সক্রিয় একটি শাখা গুঁড়িয়ে দেওয়ার দাবি করে।
গত আগস্টে আফগানিস্তানের ক্ষমতা তালেবানের হাতে যাওয়ার পর দেশটিতে একাধিক হামলা চালিয়েছে আইএস। এসব হামলার নিশানা ছিল তালেবান।