MYTV Live

কাজে ফিরলেন বলিউড অভিনেত্রী-রাজনীতিবিদ কিরণ খের

দীর্ঘ কয়েক মাসের বিরতির পর কাজে ফিরলেন বলিউড অভিনেত্রী-রাজনীতিবিদ কিরণ খের। কাজে ফেরার সেই ছবি ইনস্টাগ্রামে পোস্টও করেছেন বর্ষীয়ান এই অভিনেত্রী।

ছবিতে ল্যাপটপের সামনে বসে কিরণ খেরকে কাজ করতে দেখা গেছে।

ছবিতে তার দেওয়া ক্যাপশন থেকে জানা যায়, ভিডিও কলের মাধ্যমে বেশ কিছু অক্সিজেন প্ল্যান্ট অর্থাৎ অক্সিজেন উৎপাদক কেন্দ্রের উদ্বোধন করেছেন রাজ্যসভার এই সদস্য।

তিনি আরও জানালেন, পিএম কেয়ার্স ফান্ডের সাহায্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন সারা ভারতে বেশ কিছু অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন করেছেন। পাঞ্জাবের চণ্ডীগড়ে চারটি অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন হয়েছে। কিরণের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ভার্চুয়ালি তিনি এই চারটির মধ্যে দু’টি অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন সেরেছেন।

তিনি কাজে ফেরায় বেশ উচ্ছ্বসিত স্বামী অনুপম খের। তাইতো ছবির কমেন্টে স্ত্রীর উদ্দেশ্যে লিখেছেন, ‘ওয়েল ডান’।

ফের একবার কিরণের কাজে ফেরার খবর পেয়ে খুশী তার অনুরাগীরাও।

২০২০ সালের নভেম্বরে এই অভিনেত্রীর বামহাত ভেঙে যায়। সেই চিকিৎসা চলাকালীন বিভিন্ন পরীক্ষায় জানা যায় কিরণের ক্যান্সারের কথা।

পরে গত এপ্রিলেই টুইট করে অনুপম জানিয়েছিলেন এক ধরনের ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছেন কিরণ। তখন থেকেই চিকিৎসা চলছিলো খ্যাতনামা এই অভিনেত্রীর।

বেশ কয়েক মাস কিরণের স্বাস্থ্যের ব্যাপারে নেটমাধ্যমে মাঝেসাঝেই অনুরাগীদের আপডেট দিয়ে গেছেন তার ছেলে সিকন্দর খের।

তবে তিনি এখনো ক্যান্সারমুক্ত হয়েছেন কি না সে বিষয়ে স্পষ্ট জানা যায়নি।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,802FollowersFollow
20,900SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles