রাজধানীর গাবতলীর তুরাগ নদে যাত্রীবাহী একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই শিশু ও এক নারীসহ মোট তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে গাবতলীর কয়লারঘাট ল্যান্ডিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
ট্রলারডুবির ঘটনায় সকালে আটজন নিখোঁজ বলে জানিয়েছে নৌ পুলিশ। সে সময় ফায়ার সার্ভিস বলছে, প্রাথমিকভাবে তারা জেনেছে সাতজন নিখোঁজ।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার লিমা খানম জানিয়েছেন, শনিবার সকাল ৮টা ৫০মিনিটে ট্রলার ডুবির খবর পাওয়া যায়। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের তিনটি ডুবুরি দলকে আমিন বাজারে কয়লার ঘাট তুরাগ নদীতে পাঠানো হয়। নিখোঁজদের উদ্ধারে কাজ চলছে।
উদ্ধারকৃতদের পরিচয় এখনো শনাক্ত হয়নি।