MYTV Live

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুজনসহ তিনজন নিহত

কুমিল্লার মনোহরগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুজনসহ তিনজন নিহত হয়েছেন।

মঙ্গলবার সকালে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বিপুলাসার ইউনিয়নের বিহড়া নামের স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের মধ্যে দু’জন স্বামী-স্ত্রী এবং একজন কলেজছাত্রী রয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোরিকশার চালক।

মনোহরগঞ্জ না‌থের‌পেটুয়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ জাফর আহ‌মেদ জানান, মঙ্গলবার সকাল সোয়া নয়টার দিকে একুশে এক্সপ্রেসের একটি বাস হিমাচল এক্সপ্রেসের একটি বাসকে ওভারটেক করার চেষ্টা করলে একুশে এক্সপ্রেসের ধাক্কায় একটি অটোরিকশা দুমড়েমুচড়ে যায়। এ সময় অটোরিকশায় থাকা রুহুল আমিন ও সেলিনা বেগম নামের এক দম্পতি ঘটনাস্থলে মারা যান।

পরে হাসপাতালে নেওয়ার পথে মায়মুনা আক্তার নামের আরেক কলেজছাত্রী মারা যান। নিহত তিনজনই বিপুলাসার ইউনিয়নের সাইকচাইল গ্রামের বাসিন্দা।

চাপা দেওয়া বাসটিকে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে অবস্থিত খিলা এলাকায় আটক করেছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,878FollowersFollow
21,200SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles